পুলিসের নিষেধ শুনল না বিজেপি, `ভারত মাতা` পুজো নিয়ে তুলকালাম হাওড়ায়
২৬ জানুযারি সকাল থেকেই এলাকায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়। প্রজাতন্ত্র দিবসের দিন জেলার সব থানার সামনে `ভারত মাতা`র পুজো করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর তাতে বাধ সাধে হাওড়া পুলিস।
নিজস্ব প্রতিবেদন: পুলিসি নিষেধাজ্ঞা না মেনেই ভারত মাতার পুজো করল বিজেপি। আর তাতেই হাওড়ার বিভিন্ন এলাকায় ধরা পড়ল বিক্ষিপ্ত অশান্তির ছবি। প্রজাতন্ত্র দিবসে হাওড়ায় বিজেপি যুব মোর্চার 'ভারত মাতা' পুজো ঘিরে বিতর্ক জোরালো হয়েছে। ২৬ জানুযারি সকাল থেকেই এলাকায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়। প্রজাতন্ত্র দিবসের দিন জেলার সব থানার সামনে 'ভারত মাতা'র পুজো করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর তাতে বাধ সাধে হাওড়া পুলিস।
যদিও পুলিসকে তোয়াক্কা না করেই এ দিন রাস্তায় রাস্তায় পুজো শুরু করে দেয় বিজেপির সদস্যরা। পূর্ব কর্মসূচি মতোই প্রজাতন্ত্র দিবসের সকালে গোলাবাড়ি থানার সামনে জমা হয় বিজেপি কর্মীরা। রাস্তাতেই শুরু করে দেয় ভারত মায়ের পুজো। পুলিসের বচসা শুরু হয় তাদের সঙ্গে। পুলিস আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার বাঁধে এলাকায়। বিজেপি কর্মীদের রাস্তা থেকে টেনে তোলা হয় প্রিজন ভ্যানে। গ্রেফতার করা হয় যুবনেতা ওম প্রকাশ সিং-সহ একাধিক বিক্ষোভকারীকে। হাওড়া থানার সামনেও এই একই ঘটনা চোখে পড়েছে।
গতকাল বিজেপি যুব মোর্চা সভাপতি ওম প্রকাশ মিশ্র বলেন, পুলিস জানিয়েছে, "পুজো করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডোমজুড়ে এক কর্মীকে থানার মেজ বাবু পরিচয় দিয়ে ফোন করে ডেকে পাঠানো হয়েছে। রাজ্যে তালিবানি রাজ চলছে। এটা রাজনৈতিক চক্রান্ত।" বিজেপির অভিযোগ, পুলিসকে কাজে লাগিয়ে শাসকদল ভারত মাতার পুজো করতে দিচ্ছে না। পাশাপাশি দলের তরফে এও জানানো হয় যে, পুলিস অনুমতি না দিলেও অনড় বিজেপি নেতৃত্ব। তাদের হুঁশিয়ারি, থানার সামনেই হবে ভারত মায়ের পুজো। যা করার করুক প্রশাসন।