নিজস্ব প্রতিবেদন : দলীয় কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপি জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছেন বিজেপি জেলা সভাপতির ভাইপো। এবার তাঁকে অবিলম্বে কোর্টে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল। অবিলম্বে কোর্টে হাজির না দিলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এই মর্মে এদিন অভিযুক্তের বাড়ির দেওয়ালে সাঁটানো হল আদালতের বিজ্ঞপ্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় বিজেপির এক কর্মীর মেয়েকে ধর্ষণের ঘটনায় ৬ মাস আগে অভিযোগ দায়ের হয় কাঁকসা থানায়। তারপর থেকেই বিজেপি জেলা সভাপতির ভাইপো অভিযুক্ত সহদেব ঘোড়ুই গা ঢাকা দিয়েছে। এদিন কাঁকসা পুলিস অভিযুক্তর বাড়িতে গ্রেফতারি পরোয়ানার বিজ্ঞপ্তি সাঁটিয়ে দিল। বিজ্ঞপ্তিতে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির দেওয়ার কথা জানানো হয়েছে। 


এর পাশাপাশি নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, তিনি বিজেপি করা সত্ত্বেও দলের কাছে কোনও সাহায্য পাননি। উল্টে হুমকি দেওয়া হয়েছে। এবিষয়ে অভিযুক্ত সহদেব ঘোড়ুইয়ের দাদা সাগর ঘোড়ুই অবশ্য দাবি করেছেন, "দুজন দুজনকে ভালোবাসত। যেহেতু লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো, তাই ষড়যন্ত্র করে তৃণমূল এবং বিজেপির কিছু লোক মিলে এই কাজ করেছে।" 


এ বিষয়ে কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, "বিজেপি রাজ্যে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। কাঁকসার ওই নির্যাতিতার পরিবার সুবিচারের আশায় এবং অন্যান্য রাজ্যের ঘটনা দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। দোষীরা দ্রুত শাস্তি পাবে।"


আরও পড়ুন, 'হাত-পা ভাঙবে...সোজা শ্মশানে যেতে হবে', তৃণমূল নেতৃত্বকে হুমকি দিলীপের