নজরে একুশের নির্বাচন, আজ দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক কৈলাস, দিলীপের
বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছে আজ।
নিজস্ব প্রতিবেদন: আজ কলকাতার আইসিসিআরে বিজেপির (BJP) বিশেষ বৈঠক। জানা গিয়েছে, নির্বাচনী কৌশল নিয়েই আলোচনা হবে বৈঠকে। সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বৈঠক চলবে। বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছে আজ। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ অন্য রাজ্য নেতৃত্বদের বৈঠকে উপস্থিত থাকার কথা।
আরও পড়ুন: প্রথম তালিকায় নাম নেই! বর্ধমানে Vaccine পেলেন না ১৫ স্বাস্থ্যকর্মী
ভোটের আগে খুব সম্ভবত এই ধরনের বৈঠক ডাকার শেষ সুযোগ পাচ্ছে দল। এরপর নেতাদের সবাইকে আর একসঙ্গে কলকাতায় পাওয়া যাবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি সূত্রের খবর, প্রার্থী হতে না পারলেও ভোটে দলকে জেতানোর চেষ্টা করতে হবে কর্মীদের প্রতি এমনটাই নির্দেশ রয়েছে উপর মহলের। কর্মীরা যেন নিজেদের কথা না ভেবে দলের কথা ভাবেন। দল তাঁদের কথা ভাববে। বলার অপেক্ষা রাখে না নজর একুশের বিধানসভা ভোট। তার আগে ঘুঁটি সাজিয়েছে মাঠে নামতে চাইছে দল। আর আজ সেই ব্লু প্রিন্ট বানাতেই বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির।