নিজস্ব প্রতিবেদন : সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় এক বিজেপি নেতার মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা হাসপাতালে।  মৃতের নাম বৃন্দাবন মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, হাবরার দক্ষিণ মণ্ডল পাড়ার বাসিন্দা বৃন্দাবন মণ্ডল। রবিবার রাতে তাঁকে বিষাক্ত সাপ ছোবল মারে। পরিবারের লোকেরা জানিয়েছেন, গুরুতর অসুস্থ বৃন্দাবন মণ্ডলকে সঙ্গে সঙ্গেই হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের অভিযোগ, রাত ১২টায় হাবরা হাসপাতালে নিয়ে আসা হলেও, ভোর ৪টে পর্যন্ত বৃন্দাবন মণ্ডলের কোনও চিকিৎসা-ই হয়নি। 


পরিবারের লোকেদের অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয় বৃন্দাবন মণ্ডলের। স্থানীয় নেতার মৃত্যুর খবর পেতেই হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। রাজ্য সরকারের বেহাল চিকিৎসা ব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভে সরব হন তাঁরা।


আরও পড়ুন, ত্রাণ বিতরণে গিয়ে লুঙ্গি চুরি! কলাপাতায় 'লজ্জা' ঢেকে পালিয়ে বাঁচলেন বিজেপি কার্যকর্তা