নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। চড়ছে রাজনীতির পারদ। মিটিং-মিছিল-সহ বিভিন্ন কর্মসূচিতে সরকার বিরোধিতার সুর সপ্তমে। বাংলায় এসে উন্নয়নের প্রশ্নে এবার নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)-কে কার্যত চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  তিনি বলেন,  'শিল্পে সারা দেশে এখন তলানিতে বাংলা, এর জবাব কে দেবে? আমার তথ্য চ্যালেঞ্জ করলে জবাব দেবে যুব মোর্চা। বিতর্কে রাজি যুব মোর্চার রাজ্য সভাপতি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'টিকাকরণের আগে CAA কর্মসূচি নয়', ভোটের আগে ব্রেক কষলেন Amit Shah


বিধানসভা ভোটের মুখে তৃণমূলে বড়সড় ভাঙন। দলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে BJP-তে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুব্রতের গড় বোলপুরেও গেরুয়াশিবিরের মেগা Rally-তেও বিপুল সাড়া। আর এসবেরই মধ্যমণি ছিলেন অমিত শাহ (Amit Shah)।  রবিবার বোলপুরে সফর শেষে সাংবাদিক সম্মেলনে পরিসংখ্যান-সহ বাংলার অবস্থা তুলে ধরেন তিনি। 


অমিত শাহ বলেন, 'ভোটের আগে অন্তত গরিব কৃষকদের টাকা আটকাবেন না। ইতিমধ্যেই ২৩ লক্ষ কৃষক অনলাইনে আবেদন জানিয়েছেন। কেন বাংলার কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবেন না।' মমতাকে কটাক্ষ, 'কৃষকদের টাকা আটকে তাঁদেরই আন্দোলনকে সমর্থন! ভাইপোর জন্মদিনে উপহার হিসেবেও অন্তত কিছু দিন। চিকিৎসা বিমায় জনপ্রতি ৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের সেই টাকাও আটকে দিচ্ছে তৃণমূল সরকার। এটাই কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সম্মান জ্ঞাপন?' এরপরই হুঁশিয়ারি, 'এ সব অনিয়ম করে নিন, ভোটের পর আর পারবেন না, তৃণমূল যাচ্ছেই। উনি ভাবছেন ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী করবেন। কোনও রাজ্যের প্রধান এই পথে চললে এরকমই হয়।'


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই রাজ্যের ৩ IPS-কে তলব, সাফ জানালেন Amit Shah


অমিত শাহের দাবি, 'মোদির হাত ধরেই বাংলার উন্নয়ন হবে। রাজ্যে হিংসা, দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। কেন্দ্রের আমফান ক্ষতিপূরণের টাকা তৃণমূলের পকেটে ঢুকেছে। মোদি সরকারের দেওয়া খাদ্যশস্যও অন্যের পকেটে গিয়েছে। যারা ক্ষমতায় আছে, এর দায় তাদের নয়? চুরি না হলে বলুক সিএজি তদন্তকে স্বাগত জানাচ্ছি। চুরি ঢাকতেই সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল সরকার। পরিবারতন্ত্রকে প্রশ্রয় দিলে এরকমই হয়। এখন বাংলার কমিউনিস্ট বা তৃণমূল কেউই বিকল্প নয়, BJP-ই সোনার বাংলার গড়বে।'