নিজস্ব প্রতিবেদন- ''আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব''। এমন বিতর্কিত মন্তব্য করার ২৪ ঘন্টার মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। আর এবার তিনি করোনা পজিটিভ। করোনায় আক্রান্ত হওয়ার খবর অনুপম হাজরা নিজেই জানিয়েছেন ফেসবুকে পোস্ট করে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর হয়েছে। অনুপম অবশ্য ফেসবুকেই পাল্টা হুমকি দিয়ে রেখেছিলেন, কয়েক মাস যাক, মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিশাল এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে অনুপম ছিলেন প্রথম সারিতে। সেই কর্মসূচিতে যোগ দিয়েই সাংবাদিকদের সামনে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন অনুপম হাজরা। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকর ভাইরাস। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কর্মীরা। তার পরেই তিনি বলেন, তাঁর করোনা হলে মুখ্যমন্ত্রী কে জড়িয়ে ধরবেন।


আরও পড়ুন-  কলকাতায় ৬০ হাজার ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যে সংক্রমিত মোট ২,৬০,৩২৪


অনুপম হাজরা সেদিন আরও দাবি করেছিলেন, কেরোসিন তেল দিয়ে রাতের অন্ধকারে করোনা আক্রান্তের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকী ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না বাবাকে। তিনি দাবি করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। আর এসব কিছুর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন ২০২১- এর নির্বাচনের শেষে। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ১০৩ জ্বরে আক্রান্ত হন অনুপম। তারপর করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।