ওয়েব ডেস্ক: বিসর্জন বিতর্কে ফের একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দলীয় সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট করতে একাদশীতে বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দিলীপবাবু বলেন, গত বছর পুজোর এক সপ্তাহ আগে বিসর্জনের বিধিনিষেধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবছর এক মাস আগেই ঘোষণা করে দিয়েছেন। এভাবে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন স্পষ্ট করতে চাইছেন তিনি। সংখ্যালঘুদের বোঝাতে চাইছেন, আমি তোামদের হয়ে লড়ছি। মুসলিমরা কখনো মহরমে বিসর্জন বন্ধের আবেদন জানাননি। তাহলে কেন আগ বাড়িয়ে তা করতে গেলেন মুখ্যমন্ত্রী?


দিলীপবাবুর কটাক্ষ, এবছর মুখ্যমন্ত্রী বিসর্জনে বিধিনিষেধ জারি করেছেন। পরের বছর পুজোর পদ্ধতিও ঠিক করে দেবেন তিনি। বলবেন, পদ্মফুল দিয়ে পুজো করা যাবে না। ঘাসফুল দিয়ে করতে হবে। 



বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, অস্ত্র পুজো দু্র্গাপুজোর আংশবিশেষ। তা নিয়ে কোনও কথা বলেনি বিজেপি। অথচ অস্ত্রমিছিল করলে আইনি ব্যবস্থার হুমকি দিচ্ছেন তিনি। মহরমের দিন কি অস্ত্র মিছিল বন্ধ করতে পারবেন তিনি?


দিলীপবাবুর আবেদন, রীতি মেনে উত্সবে মাতুন হিন্দুরা।