নিজস্ব প্রতিবেদন:  পুলিসকে হুমকি দিলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার অভিযোগে আজ তাঁর নেতৃত্বে হাবরা থানা ঘেরাও করে বিজেপি। সেখানেই প্রয়োজনে থানা জ্বালিয়ে দেওয়ার কথা শোনা যায় বিজেপি রাজ্য সভাপতির মুখে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুলিয়ার বলরামপুরে দলীয় কর্মী ত্রিলোচন মাহাত খুনের পর শুক্রবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি। হাবড়ায় থানা ঘেরাও করেন দিলীপ ঘোষ।


আরও পড়ুন: সন্ধ্যায় মেয়েকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ, রাতে জামাইয়ের ফোনে জানা গেল সব শেষ!


বিজেপির অভিযোগ, পুলিসের মদতে শাসকদলের সন্ত্রাসে খুন হচ্ছেন তাঁদের কর্মীরা। এর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয় গেরুয়া শিবির। এদিন হাবরায় দিলীপ ঘোষ অভিযোগ করে, ‘‘পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুন হচ্ছেন দলের কর্মীরা। মদত দিচ্ছে পুলিস। পুলিস শাসকদলের হয়ে কাজ করছে।’’


অন্যদিকে, দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা কটাক্ষ করেন তৃণমূলনেতা পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘‘ভোটের ফলে হতাশ হয়েই দিলীপ ঘোষ এসব কথা বলছেন।’’


এদিন, থানা ঘেরাও কর্মসূচি ঘিরে কাটোয়া-জলপাইগুড়ি-সহ কয়েকটি জায়গায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। সোনারপুরে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।