দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর, রণক্ষেত্র কাঁথি
সোমবার কাঁথির সংহতি হলে বিজেপির সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: কাঁথিতে দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর। ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। প্রায় ১৫ টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে খবর। আহত হয়েছেন দুপক্ষের ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: রাতে কাকার গলা শুনে দরজা খোলে ভাইঝি, ঘরে মধ্যে বাবা-মা তাদের যে অবস্থায় দেখলেন...
সোমবার কাঁথির সংহতি হলে বিজেপির সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। ওই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, বিজেপির গাড়ি ঢুকতেই কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উদ্দেশে গালিগালাজ করে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ১৫ টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চলে দিলীপ ঘোষের গাড়িতেও।
আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!
এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। দিলীপ ঘোষকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে গিয়েছেন। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনায় দুপক্ষের ৫ জন আহত হয়েছে। তাঁদের কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।