নিজস্ব প্রতিবেদন: পুলিস ছাড়া মিটিং মিছিল করে দেখান। বীরভূমে অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রামপুরহাটে বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্মেলনের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''অনুব্রত মন্ডল ও তৃণমূলের নেতারা পুলিশ ছাড়া একটা মিছিল করে দেখান। সিপিএমের আমলে বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা ছিল না। যাঁরা আজকে হুমকি দিচ্ছেন, ভোটে হারার পর খুঁজে পাওয়া যাবে না।'' প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিকবার বিরোধী ও পুলিস হুমকি দিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবারই অধীর চৌধুরীকে হুঁশিয়ারি দেন। রবিবার আবার শিক্ষকদের রীতিমতো শাসিয়েছেন অনুব্রত।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সায়ন্তন বসুর খোঁচা, ''তৃণমূল নেতারা গেলে অচ্ছে দিন আসবে। লাইন দিয়ে কাউকে এনআইএ তুলবে, কাউকে ইডি তুলবে বা কাউকে আবার সিবিআই তুলবে। জেলে যাবার ভয়ে নিজের স্ত্রী কে ডিভোর্স দিচ্ছেন তৃণমুলের নেতারা।''


আরও পড়ুন- মমতা ব্যনার্জীর নামে কুৎসা করছেন, সহ্য করবো না : মাদ্রাসা শিক্ষকদের হুমকি অনুব্রতর


মাধ্যমিক টেস্টে ভূগোল পরীক্ষায় বিভ্রান্তিকর মানচিত্র নিয়েও শাসক দলকে বিঁধে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সায়ন্তন।