‘চোখ দেখালে চোখ গেলে নেওয়ার ক্ষমতা আছে’ হুঁশিয়ারি বিজেপি নেতা সায়ন্তনের
সায়ন্তন বসুর এমন বির্তকিত মন্তব্য এই প্রথম নয়। নির্বাচনী প্রচারে কাঠারি নিয়ে রুখে দাঁড়ানোর মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি
নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। মঙ্গলবার হাবড়ার গোয়ালবাটি এলাকায় দলীয় কর্মীদের বৈঠক শেষে সাংবাদিকদের সায়ন্তন বলেন, কেউ চোখ দেখালে চোখ গেলে নেওয়ার ক্ষমতা বিজেপির আছে। তাঁর আরও হুঁশিয়ারি, বিজেপির কার্যকর্তাদের আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।
সায়ন্তন বসুর এমন বির্তকিত মন্তব্য এই প্রথম নয়। নির্বাচনী প্রচারে কাঠারি নিয়ে রুখে দাঁড়ানোর মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। শিক্ষকদের অনশন নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যতটা সামর্থ্য ততটা করব। কেন্দ্রের হারে বেতন চাইলে কেন্দ্রে কাজ করুন। এ বিষয়ে সায়ন্তনের কটাক্ষ, “মুখ্যমন্ত্রীর শিক্ষার অভাব আছে।”
আরও পড়ুন- বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার আইনজীবীদের
ইভিএম-এর বদলে ব্যালটের যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তা নিয়েও কটাক্ষের সুর সায়ন্তের গলায়। তিনি বলেন, “ব্যালট হলে ছাপ্পা ভোট দিতে সুবিধা হবে। যেটা ইভিএম-এ করা সম্ভব নয়।” পাশাপাশি, মমতাকে সায়ন্তন বলেন, উনি হলেন শালগ্রাম শিলা।