পুলিসের বিরুদ্ধে প্ররোচনামূলক উস্কানির মামলায় জামিন পেলেন শঙ্কর
শংকর চক্রবর্তীকে মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। ৫০০০ টাকার বিনিময়ে শংকর চক্রবর্তীকে জামিন দেন এসিজেএম মহুয়া বসু রায়।
নিজস্ব প্রতিবেদন: ইসলামপুর আদালতে জামিন পেলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী। পুলিসের বিরুদ্ধে প্ররোচনামূলক উস্কানির মামলায় শর্তসাপেক্ষে জামিন পান তিনি। যদিও তাঁকে একটি ভিন্ন মামলায় উত্তর দিনাজপুর সিজিএম আদালতে পেশ করা হয়। শঙ্করবাবুর জামিনের আবেদন খারিজ করেছেন বিচারক সুরেশ সিং। তাঁকে নয়ই অক্টোবর ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন: পুরো ভাইরাল! চোখ খোলা থেকে বন্ধ, কলেজেই মদে বুঁদ প্রিন্সিপ্যাল
শংকর চক্রবর্তীকে মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। ৫০০০ টাকার বিনিময়ে শংকর চক্রবর্তীকে জামিন দেন এসিজেএম মহুয়া বসু রায়। দাড়িভিট-এ ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে গত ২১ সেপ্টেম্বর বিজেপি উত্তর দিনাজপুর জেলায় বনধ ডাকে। ওই দিন সরকারি গাড়ি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধের অভিযোগে শংকরবাবুর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এছাড়া দাড়িভিট-এ দুই ছাত্রের মৃত্যুর পর ইসলামপুরে দলীয় সভায় পুলিশের বিরুদ্ধে মন্তব্য করার জন্য শংকরবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পুলিসের বিরুদ্ধে প্ররোচনামূলক উস্কানির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও অবরোধের দিন সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় তাঁর জামিন খারিজ করে দেন বিচারক।