নিজস্ব প্রতিবেদন: মালদার সুজাপুরে বিস্ফোরণস্থলে পৌঁছলে পারলেন না বিজেপির প্রতিনিধিরা। মাঝ রাস্তাতেই তাঁদের আটকে দিল পুলিস। তবে মালদার ৬ কংগ্রেস বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন,''সরকার ধামাচাপা দিতে চাইছে। সত্য যাতে উদঘাটন না হয়। মেশিন বিস্ফোরণে এমন ভয়াবহ পরিস্থিতি হয় না।'' একই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শনে যায় এসটিএফ। নমুনা সংগ্রহ করেন তাঁরা। বিজেপিব শুরু থেকে ঘটনায় নাশকতার অভিযোগ করছে। এ দিন সকালে ঘটনাস্থলে যাচ্ছিল বিজেপির প্রতিনিধি দল। আটকে দেয় পুলিস। তবে সুজাপুরের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী-সহ কংগ্রেসের ৬ বিধায়ককে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাঁরা পরিদর্শন করেন। প্রশাসনের বিরুদ্ধে তথ্য লোকানোর অভিযোগ করেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। বলেন,''রাজ্য সরকার ঘটনাটি ধামাচাপা দিচ্ছে। সত্য যাতে উদঘটনা নয়, সেই চেষ্টা করছে সরকার। ঘটনাস্থলে যেতে দিল না। কী এমন উপকরণ  ছিল যে এত বড় বিস্ফোরণ ঘটল।''


দলীয় নেত্রীর সুরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, সত্য সামনে চলে আসবে বলে বাধা দেওয়া হয়েছে। প্রমাণ হচ্ছে, ওখানে কোনও ব্যাপার আছে নিশ্চিত। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তাঁর দাবি, মেরুকরণের লক্ষ্যেই এসব বলছেন বিজেপি নেতারা। 


আরও পড়ুন- আস্ত নেই মেশিন, ৪ ফুটের গর্ত, সুজাপুর বিস্ফোরণের অভিঘাতে বিস্মিত বিশেষজ্ঞরা