নিজস্ব প্রতিবেদন: বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের আত্মীয় মলয় উপাধ্যায়।  রবিবার মলয়বাবু জার্সি বদলে যোগ দিলেন বিজেপিতে। আর তাতেই আপত্তি আদি বিজেপি কর্মীদের। কেন শত্রুপক্ষের ঘরের লোককে দলে নেওয়া হবে ? প্রশ্ন তুলে তাণ্ডব বাঁধিয়ে দিলেন বিজেপি কর্মীরা। ছোঁড়া হল চেয়ার।নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন কর্মীরা। দুর্গাপুরে চিন্তন বৈঠকের সভাস্থলের বাইরে আবার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইকে সরানোর দাবিতে চলল বিক্ষোভ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাসক দলের দুর্নীতি-কাটমানি নিয়ে সরব বিজেপি। রাজ্যজুড়ে আন্দোলনের নীল নকশা তৈরিতে দুর্গাপুরে চিন্তন বৈঠক বসে বিজেপি। আর সেখানেই কিনা দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন নেতৃত্ব।দুর্নীতি হাতিয়ারেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন দলের কর্মীরা। বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের আত্মীয় মলয় উপাধ্যায়কে কেন বিজেপিতে নেওয়া হল, সেই প্রশ্ন তুলে গান্ধীমোড়ে তুলকালাম বাঁধালেন বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তাঁর কথায়,'কেউ এলে কারও অসুবিধা হবে। পরিকল্পিতভাবে গণ্ডগোল করছে তৃণমূল। ব্যাপক হামলা করেছে।' 



ঝামেলা শুধু গান্ধী মোড়েই নয়। খোদ কৈলাস বিজয়বর্গীয়-দিলীপ ঘোষদের সামনেও ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। কারণ ,দলীয় সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। দুর্গাপুরে চিন্তন শিবির চলছিল বিজেপির। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি-কাটমানি বিরুদ্ধে লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি করতে ব্যস্ত কৈলাস-দিলীপরা। আর তখনই বাইরে বিক্ষোভে দেখালেন কর্মীদের একাংশ। ইস্যু সেই দুর্নীতি।অভিযোগ, লক্ষ্মণ ঘোড়ুই দুর্নীতিতে ডুবে আছেন।অবিলম্বে তাঁকে সরাতে হবে।অভিযোগ মানতে নারাজ জেলা সভাপতি। ক্ষোভকে পাত্তা দিচ্ছেন না দিলীপ ঘোষ। লক্ষ্মণ ঘোড়ুইয়ের কথায়,'পার্টির কেউ দায়িত্বে নেই। পার্টির সম্মান নষ্ট করছে। কারখানা থেকে তোলা তুলছিল। তাতে বাধা দিয়েছি বলেই এসব করছে।'


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাফাই, বিজেপির লোক পার্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় না। এমন করলে পার্টিতে থাকতে পারবে না। না বুঝেই এসেছেন বিজেপিতে। 


মুখে যাই বলুন। দলীয় কর্মীদের এমন বিক্ষোভ চরম অস্বস্তিতে বিজেপি নেতারা।শাসকদলের দুনীর্তিকে ইস্যু করে মাঠে নামবেন কী, দলের অন্দরের দুর্নীতি, ক্ষোভ বিক্ষোভ সামাল দিতেই ল্যাজেগোবরে দশা দিলীপ ঘোষ-রাহুল সিনহাদের।


আরও পড়ুন- ভাইরাল ভিডিয়ো: ২৭ বছর আগে হুমকি উপেক্ষা করে কাশ্মীরে তেরঙা উত্তোলন করেন মোদী