নিজস্ব প্রতিবেদন: সাংসদ নাকি বিধায়ক, কোন পদে থাকবেন? জগন্নাথ সরকারকে ঘিরে অনেক দিন ধরেই জল্পনার পারদ চড়ছিল। বিধায়ক পদে শপথ না নিয়ে, সেই জল্পনা আরও উসকে দিলেন শান্তিপুরের জয়ী বিজেপি প্রার্থী তথা রানাঘাটের সাংসদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাংলায় করোনায় একদিনে মৃত্যু ১২৪, আক্রান্ত ১৯৪১১ জন


এই বিষয়ে প্রশ্ন করা হলে জগন্নাথ সরকার জানান, দলের শীর্ষ নেতৃত্ব যা নির্দেশ দেবে, সেটাই করবেন। তাঁর পালটা অভিযোগ, ২ মে ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। হামলা চালাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোই গুরুত্বপূর্ণ কর্তব্য । শান্তিপুরে বিধায়ক আরও বলেন, "যেভাবে পশ্চিমবঙ্গে শাসন চলছে, তাতে এই বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়া লজ্জাজনক। এই পরিস্থিতি চলতে থাকলে শপথ নেওয়ার সময় কোথায়? আগে অত্য়াচার বন্ধ হোক। তারপর শপথ। এই মুহুর্তে যা চলছে, তাতে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানো, শপথ নেওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ।"  


আরও পড়ুন: ভ্যাকসিনের বিপুল চাহিদা রাজ্যজুড়ে, সোমবার আসছে সাড়ে ৩ লাখ Covishield ডোজ


ইতিমধ্য়ে বিজেপির অন্য়ান্য় বিধায়করা শপথ নিয়েছেন। ব্য়তিক্রম জগন্নাথ সরকার। তবে তিনি কি সাংসদ পদেই থাকবেন? বিজেপি নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য়, "সর্বোপরি দলের একটা নির্দেশ তো আছেই। দল যেটা বলবে সেটাই করব। "