নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সংঘাতে বিজেপি বিধায়ক। সাধারন মানুষের দাবি নিয়ে রেল অবরোধের ডাক ওন্দার বিজেপি বিধায়কের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের রেল দফতরের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বন্ধ করে রাখা রেল চালানো ও বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। 


বাঁকুড়া জেলার বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে রেল অবরোধ করার ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শুক্রবার সকালে রামসাগর স্টেশনের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে ১০ মে রেল রোকো কর্মসূচীর কথা জানিয়েছেন তিনি। এছাড়াও সাউথ ইস্টার্ন রেলের আদরা ডিভিশনের ম্যানেজারকেও লিখিত ভাবে ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধের কথা জানাচ্ছেন তিনি। 


অমরনাথ শাখা জানান কেন্দ্রের রেল দফতরের মন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের বারে বারে জানানো হয়েছে আদরা-খড়্গপুর শাখায় বন্ধ থাকা রেলগুলি চালানোর কথা। যে ট্রেনগুলি চলছে সেই ট্রেনের বেশ কিছু স্টপেজ তুলে দেওয়া হয়েছে। সেই স্টপেজগুলি পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। এমন বিভিন্ন দাবি নিয়ে বার বার সরব হলেও তাতে কর্নপাত করেনি রেল দফতর ও কেন্দ্রের মন্ত্রী। 


আরও পড়ুন: তালাবন্ধ ক্লাসরুম! গরমের মধ্যে স্কুলের বারান্দায় বসেই চলছে পরীক্ষা


সেই কারনেই সাধারন মানুষের কথা ভেবে এবার আন্দোলনের পথ বেছে নিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এবার আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের রাস্তায় নামছেন তিনি। বিধায়ক জানান এই আন্দোলন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষের জন্য।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)