S S Ahluwalia: বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় জখম! মহিলার চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক
`বিজেপি সাংসদ কী দায়িত্ব নেবেন নাকি দলের সুপ্রিমোর মতোই চুপ থাকবেন`? ট্যুইট করল তৃণমূল।
পার্থ চৌধুরী: 'রাস্তায় চলতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে'! বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার গাড়ির ধাক্কা জখম সাইকেল আরোহী মহিলা। 'বিজেপি সাংসদ কী দায়িত্ব নেবেন নাকি দলের সুপ্রিমোর মতোই চুপ থাকবেন'? ট্যুইট করল তৃণমূল।
আরও পড়ুন: Jalpaiguri: বাড়িতে মায়ের মৃতদেহ আগলে মেয়ে, দুর্গন্ধে ভরল চারপাশ! তারপর....
স্থানীয় সূত্রের খবর, ওই মহিলার নাম ঊষা হাটি। বাড়ি, বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে। পরিচারিকার কাজ করেন লোকের বাড়িতে। এদিন দুপুরে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন তিনি।
অভিযোগ, বর্ধমানের বীরহাটা এলাকায় পিছন থেকে সাইকেল আরোহী ওই মহিলাকে ধাক্কা মারে বিজেপি সাংসদ এস এস আলুওয়ালির গাড়ি। হাতে ও পায়ে আঘাতে লাগে। এরপর যখন সাহায্য চান, তখন গাড়ি বসেই সাংসদ নাকি বলেন, 'রাস্তায় চলতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে'! এবং এলাকা ছেড়ে চলে যান।
এদিকে এই ঘটনার পর আসরে নামেন স্থানীয় তৃণমূল বিধায়ক খোকন দাস। তখন দলের একটি কর্মসূচিতে ছিলেন তিনি। বিধায়ক নির্দেশে ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন তৃণমূল-কর্মীরা। বিকেলে বিধায়ক নিজে হাসপাতালে গিয়ে আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন।
কী প্রতিক্রিয়া সাংসদের? এস এস আলুওয়ালিয়া বলেন, 'টোটোকে ওভারটেক করছিলাম। টোটো আর আমার গাড়ির মাঝে সাইকেল নিয়ে চলে এলেন এ মহিলা। আমার গাড়ি ওনাকে স্পর্শ করেনি'। তাঁর দাবি, আমাদের কার্যকর্তারা ওকে হাসপাতালেও নিয়ে যান। এটা নয় যে, আমি সাহায্য করিনি। ভুল প্রচার। আমার গাড়ির সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটেনি'।
আরও পড়ুন: Jhargram: জল বাড়ছে, আতঙ্ক চোখে-মুখে! ভেসে যাবে এলাকা?