নিজস্ব প্রতিবেদন:  পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সংঘর্ষ। দলীয় কর্মীদের মিথ্যা মামলার ফাঁসানোর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেছে বিজেপি। পাশাপাশি কেশপুর থানা ঘেরাও কর্মসূচিও নিয়েছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন সকালে দীর্ঘপথ মিছিল করে আসেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও বিজেপিনেত্রী ভারতী ঘোষ। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিস তাঁদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। রাতের অন্ধকারে বাড়িতে হানা দিয়ে বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিস।


পিংলায় তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে


আর্থিক দুর্নীতি, তোলাবাজি কাটমানির প্রতিবাদে আগামী ১৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত অফিস, মহকুমা শাসকের দফতর ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির। কিন্তু তার আগেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে। বিজেপি কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তারই প্রতিবাদে এদিন বিজেপির কেশপুরে থানা ঘেরাও কর্মসূচি। বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া না হলে, আগামী দিনেবড় আন্দোলন শুরু হবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব।