নিজস্ব প্রতিবেদন:   পঞ্চায়েত বোর্ড দখলের পর প্রকাশ্যে রাস্তায় অস্ত্র হাতে মিছিল করল বিজেপি। মালদহের গাজলের রানিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার মালদহের গাজোলে রানিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়। নির্বাচিত হন প্রধানও। এখানে মোট ১৩ টি আসনের মধ্যে ৭ টি পেয়েছিল বিজেপি। ৬ টি পায় তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতার কারণে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন বিজেপির প্রভাতী মুর্মু।


আরও পড়ুন: স্বামী কালো, তাই সবাইকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে বাড়ির পিছনে বসেই আসল কাজ করলেন স্ত্রী!


বোর্ড গঠনের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর বেলায় এলাকা অস্ত্র হাতে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। হাতে বিজেপির পতাকা, আর অন্য হাতে তীর ধনুক। কারোর হাতে রয়েছে বর্ষা-লাঠি-বল্লম।       তৃণমূলের অভিযোগ, প্রতিটা এলাকাতেই বিজেপি অস্ত্র হাতে মিছিল করছে। এলাকায় আতঙ্ক ছড়াতেই বিজেপি কর্মীরা এই কাজ করছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।