নিজস্ব প্রতিবেদন : বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ আটকানোকে ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সাগরদিঘির মণীগ্রামে এদিন বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ আটকায় পুলিস। রথ ফেলে রেখে তখন পায়ে হেঁটে মিছিল করেই সাগরদিঘির দিকে এগোতে শুরু করেন বিজেপি নেতৃত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, বিনা কারণে পুলিস তাদের রাস্তা আটকায়। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি মেনে তাঁরা এই কর্মসূচি করতে বদ্ধ পরিকর। মণীগ্রামে রথ আটকানোর পর এক কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়ার পর মিছিলকে আর সামনে এগোতেও বাধা দেয় পুলিস। প্রতিবাদে সেখানেই পাল্টা অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতৃত্ব। একজনকে অসুস্থও হয়ে পড়তে দেখা যায়।



যদিও পরিবর্তন যাত্রার রথ আটকানো প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিস সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, "আমরা রথ আটকাইনি। অন্য একটা রাজনৈতিক দলের যেহেতু একটা কর্মসূচি চলছিল, তাই আমরা বলেছিলাম আপনারা কিছুক্ষণ বিরতি নিন। তারপর আপনাদের রথ নির্দিষ্ট রুটেই রওনা দেবে।" শেষমেশ ফের ৩টে নাগাদ আবার রওনা দেয় রথ।


আরও পড়ুন, Dinesh Trivedi আমার দাদার মত: অর্জুন, আত্মসম্মান সম্পন্ন কেউ TMC-তে থাকতে পারবে না: কৈলাস


শাহের সভার পরই 'মতুয়াদের ব্ল্যাকমেল' তোপ, 'বেসুরো' BJP বিধায়ক বিশ্বজিৎ