নিজস্ব প্রতিবেদন: তৃণমূলকে ক্ষমতার বাইরে রাখতে এবার বাম - কংগ্রেস জোটের পাশে দাঁড়াল বিজেপি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকার ভোগ্রাম সিনিয়র হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জোটের প্রার্থীকে সমর্থন করল গেরুয়া শিবির। ওদিকে এই নির্বাচনে প্রার্থী দিয়ে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করল AIMIM.তবে জোট প্রার্থীকে সমর্থনের কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার চলছে হেমতাবাদের ভোগ্রাম হাই মাদ্রাসায় পরিচালন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ। সেই নির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি। স্থানীয়দের দাবি, তৃণমূলের জয় রুখতে জোট প্রার্থীকে গোপনে সমর্থন করছে বিজেপি। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে হেরেছে বিজেপি। সেখানে বাজিমাত করেছে তৃণমূল। সামান্য ভোটে হলেও নিশ্চিত আসন খুইয়েছে গেরুয়া শিবির। তার পর মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচনে প্রার্থী বাছতে গিয়ে যে বেগ পেতে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। 


বিজেপি নেতা আজাদ আলি বলেন, এনআরসি নিয়ে প্রচারের ফলে বিজেপির সমর্থনে ভাটা পড়েছে। যার ফলে সংগঠন দুর্বল হয়েছে। তবে বাম - কংগ্রেস জোটকে সমর্থনের প্রশ্ন নেই। আমরা প্রার্থী দিইনি। বিজেপি সমর্থকরা যাকে খুশি ভোট দেবেন। 


ওদিকে জোট নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী AIMIM-এর টিকিটে ভোটে লড়ছে। তৃণমূলের টিকিট না পেয়ে ওয়েইসির দলের শরণাপন্ন হয়েছেন তাঁরা। সম্প্রতি উত্তর দিনাজপুর লাগোয়া বিহারের পূর্ণিয়া জেলার কিশানগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হয়েছে AIMIM. তার পরই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দলটির সংগঠন ক্রমশ বাড়ছে। তবে এই প্রথম সরাসরি ভোটের ময়দানে নামল তারা। 


'সকালে মুখ্যমন্ত্রীর ছবির সামনে ২ মিনিট দাঁড়ালে অদ্ভুত শক্তি পাবেন', দাবি আবেগতাড়িত বিডিওর


জোটের অভিযোগ যদিও অস্বীকার করেছেন মিম নেতা মোজাফ্ফর আহমেদ। তিনি বলেন, আমাদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 


সব মিলিয়ে জমজমাট ভোগ্রাম হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। সবাই তাকিয়ে ফলের দিকে।