নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী বাছাইয়ে এরাজ্যের নেতাদের কোনও ভূমিকা নেই। এমনকী রাজ্য নেতাদের সুপারিশ পাঠাতেও নিষেধ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থীপদ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্বই। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুকুল স্পষ্ট করেন, লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই। তিনি নির্বাচন সংযোজন কমিটির প্রধান বটে। কিন্তু প্রার্থী বাছাইয়ে তাঁর কোনও হাত নেই। 



আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৩টি আসন জেতার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যে রাজ্যে এসে সেকথা বারবার বলেও গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ভাল ফলের আশায় জোর কদমে প্রার্থী নির্বাচন প্রক্রিয়াও শুরু করেছে বিজেপি। সেজন্য গোটা রাজ্যের বিজেপি নেতা-কর্মী এমনকী সাধারণ মানুষের কাছ থেকেও চাওয়া হয়েছিল আবেদনপত্র। সেই আবেদনপত্রগুলিকে খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপি নেতৃত্ব। 


শাসকের সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়, কমিশনকে জানিয়ে এলেন মুকুল


বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তির থেকে জেতার সম্ভাবনাকেই প্রার্থীপদের জন্য বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। যেখানে যাঁর জেতার সম্ভাবনা বেশি, সেখানে তাঁকে প্রার্থী করা হবে।