নিজস্ব প্রতিবেদন- তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুর (Keshpur)। BJP করার অপরাধে গেরুয়া শিবিরের কর্মীদের বাড়িতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুর ব্লকের আনন্দপুর থানার অন্তর্গত বাগপোতা গ্রামে। অভিযোগ, শনিবার রাতে অতর্কিতে গ্রামের সক্রিয় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে লাঠি, রড দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের। ঘটনার পর রবিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন'আধাসেনা থাকবে ক্যাম্পে-বুথে, মাঠে থাকব আমরা, খেলা হবে'


প্রসঙ্গত, রবিবার রাতেই সন্ত্রাস কবলিত কেশপুরে ভোটারদের আস্থা ফেরাতে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকেল থেকে বিভিন্ন এলাকায় রুটমার্চ করার কথা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এরই মধ্যে এলাকার বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। যদিও ঘটনার প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিস। বিজেপির অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ।