চোলাই বিক্রির টাকা যায় অভিষেকের ঘরে, শান্তিপুরে দাঁড়িয়ে দাবি কৈলাস বিজয়বর্গীয়র
বিজেপির এরাজ্যের অন্যতম পর্যবেক্ষক বলেন, `সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাদেরই।`
নিজস্ব প্রতিবেদন: শান্তিপুর বিষ মদ কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন শান্তিপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যায় বিজেপির প্রতিনিধিদল। সেই দলে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। সেখানেই এই চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপি নেতা।
এদিন শান্তিপুরে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতারা। সেখানে বিজেপির প্রতিনিধিদলের গাড়ির সামনে গড়াগড়ি খায় তৃণমূলিরা। গো ব্যাক স্লোগান ওঠে। এর পর ঘটনাস্থলে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাস।
বিজেপির এরাজ্যের অন্যতম পর্যবেক্ষক বলেন, 'সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাদেরই।'
একশো টাকার বেশি দর কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের
শুক্রবার বিজেপির প্রতিনিধিদলের পথ আটকাতে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা জমায়েত হয়েছিলেন বলে খবর আসে। যদিও সেসব পেরিয়ে শান্তিপুর পর্যন্ত পৌঁছে যায় প্রতিনিধিদল। সেখানে পৌঁছেও বাধার মুখে পড়তে হয় তাদের।
ওদিকে এদিনই বিষ মদে মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শান্তিপুরে গিয়ে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেন তিনি।