নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগদানের পরপরই রাজ্যে বিজেপির আত্মবিশ্বাস বেড়ে গেল একলাফে। আর তার ওপরে ভর করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ঘোষণা করে দিলেন একুশের নির্বাচনে ২০০ বেশি আসন পাবে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার মেদিনীপুর কলেজ মাঠে শুধুমাত্র তৃণমূলের(TMC) ভাঙনই রাজ্যের মানুষ দেখল না বরং দেখা গেল কংগ্রেস ও সিপিএম শিবিরেও ভাঙন ধরিয়ে দিয়েছে বিজেপি(BJP)। অমিত শাহ(Amit Shah) তাঁর ভাষণে এদিন বলেন, দিদি বলছেন বিজেপি দল ভাঙাচ্ছে। আপনাকে প্রশ্ন, আপনি যে দলটা করেন সেটা কী কোনও দল ভেঙে করেননি!


আরও পড়ুন-এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্য, BJP-তে যোগ দেওয়ার আগে TMC কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর


মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহর প্রশ্ন, কেন এত মানুষ আপনার দল ছেড়ে চলে যাচ্ছেন তা একবার ভেবে দেখুন। ভাইপোকে গুরুত্ব দিয়ে অন্যদের অপমান করছেন। তাই রাজ্যের নেতারা তৃণমূল(TMC) ছেড়ে পালাচ্ছেন।


কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যে চালু হতে না দেওয়ার প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ৬ হাজার টাকা রাজ্যের কৃষকদের পেতে দেননি মমতা। আয়ূষ্মান ভারতের সুবিধে পেতে দেননি  মমতা এটা মানুষ দেখছে।


আরও পড়ুন-BJP-তে Suvendu Adhikari, Amit Shah এর সভায় পদ্মশিবিরে মেগা যোগদান


আমফানে ত্রাণ বিলি নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরব হলেন অমিত শাহ। বলেন, দিদি আপনি বলেছিলেন রাজ্য থেকে দুর্নীতি বিদেয় করব। আমফানের টাকা নিয়ে কী করেছেন আপনি তা মানুষ দেখেছে। আমফান(AMPHAN) ত্রাণের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে।


অমিত শাহরে আহ্বান, বাংলার মানুষকে বলব, আপনারা কংগ্রেসকে তিন দশক সময় দিয়েছেন, সিপিএমকেও ৩ দশক দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন ১০ বছর। আপনারা বিজেপিকে মাত্র ৫ বছর দিন। মমতা সরকারকে তুলে ফেলে দিন। একটি কাগজে দেখলাম এক তৃণমূল নেতা বলেছেন, বাংলায় তৃণমূল কিছু করতে পারবে না। দিদি, আপনাকে বলে যাচ্ছি, বিধানসভায় ফল যখন বের হবে তখন দেখবেন ২০০ বেশি আসন পাবে বিজেপি।