ইঁট, বাঁশের আঘাতে গুরুতর জঘম মহিলা-সহ তিন, অভিযুক্ত বিজেপি
ঘটনাটি কালনার নাদনঘাট নৌ পাড়া গ্রামের। ঘটনায় একজন মহিলা ও দুই ব্যক্তি গুরুতর আহত হন।
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই উত্তপ্ত কালনা। তৃণমূল কর্মীদের বাঁশ লাঠি ও ইঁট দিয়ে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। অভিযোগ সোমবার গভীর রাতে বিজেপির সমর্থকরা বেধরক মারধোর করে তৃণমূল কর্মীদের। ঘটনাটি কালনার নাদনঘাট নৌ পাড়া গ্রামের। ঘটনায় একজন মহিলা ও দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহত তিন তৃণমূল কর্মীকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাসে তপ্ত বীরভূম, কাটা গেল বিজেপির পোলিং এজেন্টের আঙুল
অভিযোগ এদিন হঠাৎই এলোপাথারি মারতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। তাঁদের পাল্টা দাবি আহতদের চাপ দিয়ে মিথ্যে বলানো হচ্ছে।
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কালনার নাদনঘাট নৌ পাড়া গ্রামে।