নিজস্ব প্রতিবেদন: বিজেপির রক্তদান শিবিরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা। গেরুয়া শিবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুদিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল বিজেপি। অভিযোগ, এদিন শিবির চলাকালীন হঠাৎই তৃণমূলের কর্মীরা চড়াও হন তাঁদের ওপর। বাইক ভাঙচুরের পাশাপাশি ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: দিদিকে বলো-র প্রথম রিপোর্ট কার্ডেই 'লাল দাগ', 'ফাঁকিবাজ'দের দেওয়া হল কড়া নির্দেশ


এরপরই দুই দলের ব্যাপক হাতাহাতিতে ক্রমশ পরিস্থিতির অবনতি হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এদিকে গন্ডগোলের মাঝে পড়ে আহত হন এক পুলিসকর্মীও। পরিস্থিতি যখন উত্তাল, ঠিক তখনই বেশ কয়েক রাউন্ড গুলিও চলে ঘটনাস্থলে। কে বা কার গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি।


গুলি চলার ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। উল্লেখ্য এদিন ঘটনার জেরে পাল্টা আক্রমণ করে বিজেপিও। অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চলছে পুলিসি টহল।