ওয়েব ডেস্ক: দুর্নীতির অভিযোগে তৃণমূলকে কাত করা যায়নি। বাংলা দখলে এ বার নতুন কৌশল বিজেপির। সারদা-নারদ-তোলাবাজি-সিন্ডিকেট। প্রচারে এ সব পুরনো বিষয় তো থাকছেই। তবে হিন্দুত্বের ট্রাম্প কার্ডেই এখন তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখছে গেরুয়া শিবির।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভায় বড় জয়ের পর এ রাজ্যে পদ্ম ফোটানোর স্বপ্ন দেখেছিলেন অমিত শাহ। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বিধানসভা নির্বাচনে কাজ করেনি মোদী ম্যাজিক। তিন বিধায়ক পেলেও ১৭% থেকে ১০%-এ নেমে আসে বিজেপির ভোট। উত্তরপ্রদেশে জয়ের পর নতুন করে বাংলা দখলের ব্লু প্রিন্ট তৈরির কাজ শুরু করে দিয়েছেন বিজেপি সভাপতি। নতুন কৌশল, নতুন চিত্রনাট্য। তৃণমূলকে বিঁধতে এতদিন বিজেপির হাতিয়ার ছিল দুর্নীতির অভিযোগ। বাংলা দখলে এ বার তাদের ট্রাম্প কার্ড, হিন্দুত্ব। 


লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস-মুক্ত ভারতের ডাক দেন নরেন্দ্র মোদী। কংগ্রেসকে হারাতে পারে বিজেপি। আঞ্চলিক দলকে নয়। এই মিথ উত্তরপ্রদেশে ভেঙে যাওয়ার পর এবার বিরোধী মুক্ত ভারতের ডাক দিয়েছেন মোদী-শাহ। দাক্ষিণাত্যে কেরল, তামিলনাড়ুতে থাবা বসানো এখনও কঠিন। লড়াই হবে কর্নাটকে। আর আর্যাবর্তকে বিরোধী-শূন্য করে দলে স্বর্ণযুগ আনতে নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহর এখন টার্গেট বাংলা-ওড়িশা। 


রামনবমী, হনুমান জয়ন্তীতে গেরুয়া শিবিরের নজিরবিহীন মিছিল। রাজ্যে পা রেখে আদিবাসী পরিবারে অমিত শাহর পাত পেড়ে মধ্যাহ্ন ভোজন। বাংলা দখলে বিজেপির হিন্দু ভোট এককাট্টা করার চেষ্টাই দেখছে রাজনৈতিক মহল। 


কিন্তু, উত্তরপ্রদেশে ২০% সংখ্যালঘু ভোট। পশ্চিমবঙ্গে ২৭%। রাজ্যে ১২৫ বিধানসভা আসনে ২০%-এর বেশি সংখ্যালঘু ভোটার। ফলে কড়া ডোজের হিন্দুত্ব থাকলেও বাংলা দখলে বিজেপি আরও কিছু কৌশল নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যার মধ্যে রয়েছে, রাজ্যের তৃণমূল বিরোধী শক্তিগুলিকে যতদূর সম্ভব নিজেদের দিকে আনার চেষ্টা। আর, তৃণমূলের ভোট ব্যাঙ্ক প্রান্তিক মানুষের কাছে আরও বেশি করে পৌছে যাওয়া।  আর এ সব কিছুর মধ্যেই কখনও প্রকট, কখনও প্রচ্ছন্ন ভাবে বিজেপি হিন্দুত্বকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মতো ইস্যুতে এতদিন এই কৌশল কাজে লাগিয়েছে তারা। এ বার গোটা রাজ্যেই তা ছড়িয়ে দিতে চাইছেন অমিত শাহরা। নতুন পরীক্ষাগার পশ্চিমবঙ্গে বিজেপির কৌশল সফল হবে কিনা, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই তার একটা আভাস পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।