নিজস্ব প্রতিবেদন : আসানসোল-রানিগঞ্জে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি। দলীয় সূত্রে খবর, সাংসদ ওম মাথুরের নেতৃত্বে আসানসোলে যাবে বিজেপির ৪ সদস্যের প্রতিনিধি দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় প্রতিনিধি দলে থাকবেন শাহনওয়াজ হোসেন, বিহারের প্রাক্তন পুলিস প্রধান বি. ডি. রাম। একইসঙ্গে দলে থাকবেন সাংসদ রূপা গাঙ্গুলিও। বিজেপি সূত্রে জানা গেছে, শনি অথবা রবিবারই আসানসোল যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি প্রতিনিধি দলের। নির্দিষ্ট সময়সূচি এদিন রাতের মধ্যেই চূড়ান্ত করা হবে।


আরও পড়ুন, উদ্বিগ্ন রাজনাথের ডাকে তড়িঘড়ি দিল্লিতে বাবুল


অন্যদিকে, এদিনই আসানসোল কাণ্ডে রাজ্যের ঘাড়ে দায় চাপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। মানুষকে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"


একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজ্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, "নিরাপত্তার স্বার্থে একজন মুখ্যমন্ত্রীর সবসময় নিরপেক্ষ হওয়া উচিত। সব বিষয় নিয়ে রাজনীতি করা উচিত হয়নি।"


আরও পড়ুন, আসানসোলে যেতে বাধা বাবুল-লকেটকে; পথে আটকাল পুলিস


উল্লেখ্য, দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে রবিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে রানিগঞ্জ। অশান্তি ছড়ায় আসানসোলেও। পরিস্থিতি মোকাবিলায় রানিগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান আসানসোলের স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয়।


এরপরই নবান্নকে আধাসেনা মোতায়েনের প্রস্তাব দেয় কেন্দ্র। কিন্তু কেন্দ্রের সেই প্রস্তাব খারিজ করে দেয় রাজ্য। সাফ জানিয়ে দেয়, আসানসোল- রানিগঞ্জের পরিস্থিতি সামলাতে রাজ্য পুলিসই যথেষ্ট। আরও পড়ুন, রানিগঞ্জে আধাসেনা মোতায়েনের প্রস্তাব ফেরাল নবান্ন