WB Panchayat Election 2023: বাড়ছে বিরোধীরা, অনুব্রতহীন বীরভূমে ৬ পঞ্চায়েত দখল করল বিজেপি
WB Panchayat Election 2023: অনুব্রতহীন বীরভূমে এবার আগেই ২ পঞ্চায়েত দখল করেছিল বাম-কংগ্রেস জোট । নলহাটি ২ নম্বর ব্লকের বাড়া ১ পঞ্চায়েত ও বাড়া ২ পঞ্চায়েত দখল করল বাম কংগ্রেস জোট। যেখানে বাড়া ১ পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১২ টিতে জয়ী হয়েছে জোট প্রার্থীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বীরভূমে শিকড় চালাতে শুরু করেছে বিজেপি। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেই এই ফল তা নিয়ে পর্যালোচনায় বসবে দল। তবে দুপুর তিনটে পর্যন্ত খবর হল বীরভূমের আরও ৪টি পঞ্চায়েত দখল করল বিজেপি। সবেমিলিয়ে জেলায় মোট ৬টি পঞ্চায়েত চলে এল বিরোধী শিবিরের দখলে।
আরও পড়ুন-'খড়কুটো আঁকড়ে ধরছে', ভোট গণনার মাঝেই বিজেপিকে নিশানা মন্ত্রী বাবুলের
বাম-কংগ্রেস জোট অল্প হলেও ধাক্কা দিয়েছে ঘাসফুল শিবিরকে। এবার মহম্মদবাজার ব্লকের রামপুর ও কাপিস্ট পঞ্চায়েত দখলে গেল বিজেপির। আট আসন বিশিষ্ট রামপুর পঞ্চায়েতে ৭টি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ১টি আসন। অন্যদিকে, ১০ আসন বিশিষ্ট কাপিস্টা পঞ্চায়েতে বিজেপির দখলে গিয়েছে ৬টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪ আসন। এদিকে, সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১৭ আসন। তার মধ্যে ৯টি আসনে জয়লাভ করেছে পঞ্চায়েত দখল করেছে বিজেপি। বাকী ৮ আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। খয়রাশোল ব্লকের ১৪ আসন বিশিষ্ট লোকপুর পঞ্চায়েতে ৭ আসনে জয়ী হয়ে পঞ্চায়েত দখল করল বিজেপি। অন্যদিকে, ওই পঞ্চায়তে তৃণমূল পেয়েছে ৫ আসন ও নির্দেলের দখলে গিয়েছে ২ আসন।
সাঁইথিয়ার ৮টি আসন বিশিষ্ট দেরিয়াপুর পঞ্চায়েতে ছটি আসনে জয়ী হয়ে পঞ্চায়েত দখল করলো বিজেপি । এই পঞ্চায়েতেই তৃণমূল জয়ী হয়েছে দুটি আসনে। রামপুরহাট এর ১৩ টি আসন বিশিষ্ট কষ্টগড়া গ্রাম পঞ্চায়েত গেল বিজেপির দখলে । ৭টি বিজেপি। তৃণমূল ৩টি। জোট ৩টি। অর্থাৎ এখনো পর্যন্ত জেলার ৮টি পঞ্চায়েত দখল করলো বিরোধীরা।
অনুব্রতহীন বীরভূমে এবার আগেই ২ পঞ্চায়েত দখল করেছিল বাম-কংগ্রেস জোট । নলহাটি ২ নম্বর ব্লকের বাড়া ১ পঞ্চায়েত ও বাড়া ২ পঞ্চায়েত দখল করল বাম কংগ্রেস জোট। যেখানে বাড়া ১ পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১২ টিতে জয়ী হয়েছে জোট প্রার্থীরা । অন্যদিকে বাড়া ২ পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৪ টি তে জয়ী হয়েছে জোট প্রার্থীরা। আর স্বাভাবিকভাবেই বিরোধীদের এই জয় লাভের পর ব্যাকফুটে শাসকদল।
এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বীরভূমে পঞ্চায়েতের তিনটি স্তরে পরিসংখ্যান এরকম-
জেলাপরিষদের ৫২ আসনের মধ্যে ১টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েত সমিতির ৪৯০ আসনের মধ্যে ১৬৫ আসনে জয়ী তৃণমূল, অন্যান্যরা ১ আসনে জয়ী।
গ্রাম পঞ্চায়েতের ২৮৫৯ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১৫২৭ আসন, সিপিএম পেয়েছে ৫২ আসন, কংগ্রেস পেয়েছে ২৫ আসন, বিজেপি পেয়েছে ১৪১ আসন। অন্যান্যরা ৯ আসন।