নিজস্ব প্রতিবেদন: পুর ভোটের দাবিতে হাওড়ায় বিজেপির বিক্ষোভ। পুলিস-বিজেপি কর্মী ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান পুলিসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার দুপুরে বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয়ে হাওড়া কর্পোরেশনের দিয়ে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিস। তবে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে দেয়। বাধা দিতে গেলে পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে জল কামান ছোড়ে পুলিস। এরপর হাওড়া কর্পোরেশনের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। তখন পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে দাবি বিজেপির।