নিজস্ব প্রতিবেদন: বাড়িতে ঢুকে বিজেপিনেতার মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রতিবাদে স্থানীয়দের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বীরভূমের লাভপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পুলওয়ামায় জঙ্গি হামলা: প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক


জানা গিয়েছে,  লাভপুরের বাসিন্দা সুপ্রভাত বটব্যাল সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।  বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেসময় চার জন তাঁদের বাড়িতে চড়াও হয়। প্রথমে দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর তাঁর বছর তেইশের মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিতে থাকে। সুপ্রভাতের খোঁজ করতে থাকে তারা। কিন্তু তাঁকে না পেয়ে তাঁর মেয়েকেই অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।


আরও পড়ুন: ঘোলার সেই ভস্মীভূত প্লাস্টিক কারখানা থেকে উদ্ধার নিখোঁজ ৫ শ্রমিকের দেহাবশেষ


বাড়ির তরফে তাঁকে সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সুপ্রভাতের প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন।  তাঁরা সিউড়ি-কাটোয়া রোডে লাভপুর বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। টায়ার জ্বালিয়েও চলে বিক্ষোভ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোচ্চার তাঁরা। পাশাপাশি প্রশ্ন তুলেছেন এলাকার নিরাপত্তা নিয়েও। কীভাবে বাড়িতে ঢুকে এক যুবতীকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তে নেমেছে পুলিস।