নিজস্ব প্রতিবেদন : দোকান থেকে তুলে নিয়ে গিয়ে এক বিজেপি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সুজিত পান। ওই কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় হাতও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, আজ সকালে কেশপুরের নেড়াদেউল বাজারে সুজিত দোকান খুলতে এলে, তাঁকে তুলে নিয়ে যান কয়েকজন তৃণমূল কর্মী। এরপর স্থানীয় পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ঢুকিয়ে তাঁর উপর চলে অত্যাচার, মারধর। পরে কেশপুর থানার পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে। বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন তিনি।


আরও পড়ুন, পড়শিদের মদতেই স্ত্রীর পরকীয়া, সন্দেহে ঘরের সামনে বিদ্যুতের তার বিছিয়ে খুন ৩ জনকে!


বিজেপির অভিযোগ, গতকাল কেশপুরের সাঁকোটি গ্রামে সুজিত পানের নেতৃত্বে বিজেপি পতাকা তুলেছিল। তৃণমূল বোমা, গুলি নিয়ে আক্রমণ করলেও বিজেপির প্রতিরোধে পিছু হটে শাসকদল। সেই আক্রোশেই সুজিত পানের উপর হামলা চালায়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।