নিজস্ব প্রতিবেদন: বিজেপিকর্মীর বিরুদ্ধে দলীয় কর্মীকেই ধর্ষণের অভিযোগ পূর্ব বর্ধমানে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। ঘটনা কাটোয়ার পানুহাটের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পানুহাটের বারুজীবীপাড়ার বাসিন্দা ওই নির্যাতিতার অভিযোগ, শুক্রবার রাতে তাঁকে পতাকা টাঙানোর নাম করে তাঁর স্বামীকে ডেকে নিয়ে যায় কয়েকজন বিজেপি কর্মী। এর পর ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণ করে সুরজিত্ সরকার ও চঞ্চল মণ্ডল নামে অন্য ২ বিজেপি কর্মী। কিছুক্ষণ পর স্বামী ফিরে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁকে বেদম মারধর শুরু করেন তিনি। খবর পেয়ে বিজেপি কর্মীরা এসে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ। 


মদনের বিরুদ্ধে পবন, ভাটপাড়ায় অর্জুন পুত্রকে প্রার্থী করে মোক্ষম চাল বিজেপির


ঘটনায় পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক সীমা ভট্টাচার্য জানান, অভিযুক্ত বা নির্যাতিতা বিজেপি কর্মী নন। তবে ভোটের সময় বিজেপির হয়ে কাজ করছিলেন তাঁরা। ঘটনায় সুরজিত্ সরকার ও চঞ্চল মণ্ডলের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। কেউ গ্রেফতার হয়নি।