Black Panther: নেওড়া ভ্যালির ১১ হাজার ফুট উুঁচুতে ক্যামেরায় ধরা দিল ব্ল্যাক প্যান্থার
২০১৭ সালের ১৯ জানুয়ারি বন বিভাগের ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার
নিজস্ব প্রতিবেদন: বন্যপ্রাণী বিভাগের কর্মীদের পাতা ক্যামেরায় কালিম্পংয়ে ধরা পড়ল ব্ল্যাক প্যান্থার। গরুমারা বন বিভাগের ক্যামেরায় ওই কালো চিতা ধরা পড়ল নেওড়া ভ্যালির জঙ্গলে। পাহাড়ে ১১ হাজার ফুট উঁচুতে ব্ল্য়াক প্য়ান্থারের ছবি ধরা পড়াতে উতসাহী বনকর্মীরা।
আরও পড়ুন-Midnapur: তৃণমূল ছেড়ে যিনি এখন বিধানসভায় বিরোধী নেতা তাঁকে তলব নয় কেন: সূর্যকান্ত
উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জানুয়ারি বন বিভাগের ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। পাশাপাশি এক গাড়ি চালকও একটি বাঘকে রাস্তা পার হতে দেখেন। তার পর থেকে কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না বাঘের।
আরও পড়ুন-Malda: তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েতে অনাস্থা বিজেপির, অপসারিত দলের প্রধান
নিউ মাল থেকে ডেলো যাওয়ার পথের পাশের নেওড়া ভ্যালিতে যে বাঘ রয়েছে তা এলাকার মানুষজনের মুখে শোনা যেত। কিন্তু তা চাক্ষুস দেখেননি কেউই। তবে এবার সেই বাঘের সন্ধান করতে গিয়েই ক্যামেরায় ঘরা পড়ল ব্ল্যাক প্য়ান্থার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)