দিনহাটায় বোমা ফেটে ছড়াল আতঙ্ক
ওয়েব ডেস্ক : কোচবিহারের দিনহাটার বাসন্তীর ঘাটে বোমা ফেটে আতঙ্ক ছড়াল। গতকাল রাতে ছোটশাকদল গ্রামে রেশন ডিলারের বাড়ির সামনে ৩টি বোমা ফাটে। বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিসে। সাহেবগঞ্জ থানার পুলিস আসে ঘটনাস্থলে। পুলিসের দাবি, হাত বোমা ফেটেই বিকট শব্দ হয়। তবে এর জেরে ভেঙে গিয়েছে রেশন ডিলারের বাড়িতে দেওয়া টিনের বেড়া। ভেঙে গিয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়ির দরজা জানলা। হাত বোমার কীভাবে এত তীব্রতা, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। বোমাগুলি এল কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।