অনুপ দাস: ফের বিস্ফোরণ! উড়ে গেলে ঘরের দেওয়াল! কীভাবে? বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল বলে অভিযোগ। এলাকা তুমুল আতঙ্ক।  দুবরাজপুর, ভাঙড়ের পর এবার নদিয়ার চাপড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, চাপড়ার হাতিশালা ১ নম্বর  মহেশনগর গ্রামের বাসিন্দা শেখ সাইফুল। গ্রামবাসীদের দাবি, তাঁর পরিবারের অনেকেই নাকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এমনকী, সাইফুল নিজেও শাসকদলের কর্মী হিসেবে পরিচিত। 


এদিন সন্ধেবেলায় সেই সাইফুলে বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘরের  ঘরের দেওয়াল উড়ে যায়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সাইফুল ও তাঁর পরিবারের লোকেরা পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।


আরও পড়ুন: Abhishek Banerjee: নবজোয়ারে এবার 'নন্দীগ্রাম চলো', ২০ কিমি হেঁটে শুভেন্দুর কেন্দ্রে অভিষেক!


শিয়রে পঞ্চায়েত ভোট। স্রেফ নদিয়া চাপড়ায় নয়, বিস্ফোরণ ঘটেছে বীরভূমের দুবরাজপুর ও উত্তর ২৪ পরগনার ভাঙড়েও। দুটি জায়গাতেই বিস্ফোরণস্থল স্থানীয় তৃণমূলকর্মীর বাড়ি। বস্তুত, ভাঙড়ে আইট গ্রামের যাঁর বাড়িতে বিস্ফোরণ ঘটে, তাঁর স্ত্রীও নাকি গুরুতর জখম হন! তেমনই দাবি বাড়ির মালিকের।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)