ওয়েবডেস্ক: ফের আইইডি বিস্ফোরণ হল পাহাড়ে। এবার রংলি থানার ছয় মাইল এলাকার পুলিশের একটি আউট পোস্টে। বিস্ফোরণে আউটপোস্টটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণটি হয়েছে শনিবার রাত একটা নাগাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দার্জিলিংয়ে বিস্ফোরণের মতোই এখানেও আইইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়েছে। বিস্ফোরণস্থলে বড়সড় গর্ত হয়ে গেছে। বিস্ফোরণের প্রভাবে আউট পোস্টের দেওয়ালে গর্ত হয়ে গেছে। মনে করা হচ্ছে বিস্ফোরকের সঙ্গে ব্যবহার করা হয়েছিল শার্প নেইল।


বিস্ফোরণের ফলে আউট পোস্টের টিনের চাল ভেঙে পড়েছে। দেওয়াল থেকে ভেঙে পড়েছে চাঙড়। এই বিস্ফোরণের সঙ্গে পাহাড়ে গুরুংপন্থী কট্টরপন্থীদের জড়িয়ে রয়েছে বলেই অনুমান করা হচ্ছে।


উল্লেখ্য, এর আগে গত ১৯ অগাস্ট দার্জিলংয়ের চকবাজার এলাকায় একটি বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল হাই ইনটেনিসিটি এক্সপ্লোসিভ।  


আরও পড়ুন-BRICS বৈঠকে যোগ দিতে চিন রওনা হলেন নরেন্দ্র মোদী