নিজস্ব প্রতিবেদন:  রক্ত সংকট মেটাতে মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে চালু হয়েছে ব্লাড স্টোরেজ ইউনিট। কিন্তু খাতায় কলমে চালু হলেও থমকেই রয়েছে কাজ। কেবলমাত্র বিদ্যুত সংযোগের অভাবে শুরু হয়েও শুরু হতে পারেনি ব্লাড স্টোরেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কানে আসছিল ফিসফিসানি, বেহালায় মন্দিরে পুরোহিতকে যুবতীর সঙ্গে যে অবস্থায় দেখলেন স্থানীয়রা!


দীর্ঘদিনের প্রয়োজনীয়তা। রক্তের তীব্র সংকট মেটাতে বসেছে যন্ত্রপাতি। রক্ত সংরক্ষণের জন্য কয়েকমাস আগে শুরু হয় ব্লাড স্টোরেজ ইউনিট। যদিও শুরু হলেও, কাজ শুরু সম্ভব হয় নি এখনও। যন্ত্রপাতি এসেছে।  ব্লাড স্টোরেজ ইউনিট তৈরি হয়ে গেছে মাসকয়েক আগেই। অথচ এখনও পর্যন্ত তা চালু করা গেল না। বিদ্যুতের অভাবের কথা মেনে নিয়েছেন ডিএমওএইচ।


আরও পড়ুন: দিওয়ালির রাতে ব্যাগ থেকে বার করলেন তুবড়ি, আচমকাই নাক দিয়ে বেরোল রক্ত, তারপর...


মানুষের প্রয়োজনেই ব্লাড স্টোরেজ করা হয়েছে। অথচ সামান্য বিদ্যুতের কারণে তা শুরু করা যাচ্ছে না। দাবি সাধারণের, অবিলম্বে চালু হোক ব্যবস্থা।