নিজস্ব প্রতিবেদন : বাড়ির অদূরে মিলল নিখোঁজ যুবকের মুণ্ডহীন দেহ। মৃতের নাম জামিল আখতার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল জামিল। এদিন তাঁর ডান হাত এবং মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিস। শঙ্করপুর এলাকায় ধানক্ষেত থেকে নিখোঁজ জামিলের দেহ উদ্ধার করে ভাটাপাড়া থানার পুলিস। এলাকার চাষিরা এদিন সকালে চাষ করতে গিয়ে দেখে ধানক্ষেতের মধ্যে একটি মুণ্ডহীন একটি দেহ পড়ে আছে। দেহটি পচে গলে গিয়েছে। এরপরই তাঁরাই পুলিসকে খবর দেয়। পুলিস এসে দেহটি উদ্ধার করে।


দেহ উদ্ধারের ঘটনায় এরপর নিখোঁজ জামিল আখতারের পরিবারকে খবর দেয় পুলিস। জামিল আখতার এর ভাই এসে তারপর দাদার দেহ শনাক্ত করে। দেহটি ময়নাতদন্তের জন্য ভাটাপাড়া থানার পুলিস। তবে কী কারণে কে বা কারা জামিল আখতারকে খুন করল? তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ধন্দে পুলিসও। নিহত জামিল আখতারের সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই বলে জানিয়েছেন মৃতের ভাই। তাহলে কেন খুন হতে হল জামিল আখতারকে? খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। এই খুন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ায়।


আরও পড়ুন, 'অর্ডিন্যান্সের দরকার নেই', কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ মামলায় হাইকোর্টে 'বড় জয়' রাজ্যের