বীরভূম: ফের বিস্ফোরণ বীরভূমে। উড়ে গেল বাড়ির চাল। ধসে পড়ল পাকা দেওয়া দেওয়াল। পুলিসের দাবি, স্থানীয় রফিক শেখের বাড়িতে প্রচুর পরিমানে বোমা মজুত রাখা ছিল। তা থেকেই বিস্ফোরণ। মাড়গ্রামের রাখাপাড়া। শান্ত  দুপুর আচমকাই খান খান বিস্ফোরণের শব্দে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী ঘটবে প্রথমটায় বোঝাই যায়নি। মুহুর্তে গোটা এলাকায় ছড়িয়ে যায় বারুদের গন্ধ। বোঝা যায় বিস্ফোরণটা ঘটেছে রফিক শেখের বাড়িতে। মজুত করে রাখা বোমা কোনওকারণে ফেটে যায়। বিস্ফোরণে সামান্য আহত হন বাড়ির মালিক রফিকও। তদন্ত শুরু করে মাড়গ্রাম থানার পুলিস।  রফিকের স্ত্রীর দাবি.. বাড়িতে কোনও বোমা মজুত ছিল না। গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। যদিও, সেকথা মানছেন না গ্যাস সংস্থার কর্মীরা।


বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। আশেপাশের বাড়িতেও ফাটল ধরে।  তদন্তে নেমে পুলিসের অনুমান, রফিক শেখের বাড়িতে প্রচুর পরিমান বোমা মজুত ছিল। অসাবধানতাবশত মজুত বোমা ফেটে যায়। কেন এত পরিমান বোমা মজুত  ছিল রফিকের বাড়িতে? রফিককে গ্রেফতার করে লাগাতার জেরা করছে পুলিস।