নিজস্ব প্রতিবেদন: কোচিং ক্লাস তৈরি হচ্ছিল। তোলার দাবিতে শুরু হয় দুষ্কৃতীদের দাপট। তোলা না দেওয়ায় কোচিং ক্লাসেই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের খটিরবাজার এলাকায়। থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্ত্রী-র কাটা মুণ্ড হাতে হেঁটে বেড়াচ্ছিল যুবক, তারপর...


জনপ্রিয়তা বেড়েছে মুকেশ সিংয়ের কোচিং সেন্টারের। পড়ুয়াও বেড়েছে। তাই নতুন ক্লাস রুমের প্রয়োজন। শ্রীরামপুরের খটিরবাজারে সেই ক্লাস রুম তৈরি চলছিল। বরাত পেয়েছিলেন স্থানীয় ডেভলপার ইমতিয়াজ। অভিযোগ, কদিন আগেই হাজির হয় এলাকারই কয়েকজন দুষ্কৃতী। তোলা চায় তারা। কিন্তু রাজি হননি সেই ডেভলপার। এরপরই শনিবার গভীর রাতে বোমা মারা হল ওই কোচিং সেন্টারে।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রোগীর মৃতদেহ মিলল রাস্তার ধারে, চাঞ্চল্য জলপাইগুড়িতে


ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়ে সিঁটিয়ে আছেন কোচিং সেন্টারের মালিক মুকেশ সিং। স্থানীয় বাসিন্দারাও বলছেন, এলাকায় সামান্য একটি ঘর তৈরি করতে গেলেই তোলা দিতে হয়। এ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পেয়ে  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।