তথাগত চক্রবর্তী: বারুইপুরে বোমায় কেঁপে উঠল এলাকা। আতঙ্কিত বাসিন্দারা। ঘিঞ্জি এলাকার মধ্যে বিকট শব্দে কেঁপে উঠল এবার বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এলাকার বাসিন্দারা যখন ঘুমোতে যাচ্ছিলেন সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে সিরাজ শেখের বাড়ির সামনে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় সিরাজ শেখের বাড়ির পাঁচিল। পাশের সেলিম সরদারের বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে। বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখতে পান আগুনের শিখা ও কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে এলাকা। আর সাথে গোটা এলাকা ভরে গিয়েছে তীব্র বারুদের গন্ধে। 


সকালে ঘটনাস্থলে গিয়েও দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফাটা বোমার সুতলি। বারুইপুরের এসডিপিও অফিসের একেবারে ঠিক পিছনে ঢিল ছোঁড়া দূরত্বে বোমাবাজির এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কে কার্যত রাতভর দু'চোখের পাতা করতে পারেননি এলাকার স্থানীয় বাসিন্দারা। 


কে বা কারা কী কারণে এই ঘটনাটি ঘটিয়েছে, তা নিয়ে  ধোঁয়াশায় রয়েছেন বাসিন্দারা। এলাকাবাসী চাইছে, প্রশাসন দ্রুত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। আর যারা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক।


আরও পড়ুন, তুলে নিয়ে গিয়ে আদিবাসী যুবতীকে গণধর্ষণ শান্তিনিকেতনে! নাম জড়াল নামকরা রিসর্টের



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)