ব্যাপক বোমাবাজির অভিযোগে চাঞ্চল্য ভগবানপুরে, আটক ২
স্থানীয়দের দাবি, এই সব দুষ্কৃতীরা কেউই এলাকার নয়। বহিরাগত।
নিজস্ব প্রতিবেদন : ব্যাপক বোমাবাজির অভিযোগ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগরে। অভিযোগ, বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হয় বোমাবাজি। মুড়ি মুড়কির মতো বোমা ও গুলি পড়ে। বিজেপি কর্মী, সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় ও বোমা মারা হয় বলে অভিযোগ।
দীর্ঘসময় ধরে গুলি ও বোমাবাজি চলার পর দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে বিজেপির লোকজন। বিজেপির দাবি, দুই দুষ্কৃতী তৃণমূলের আশ্রিত। যদিও তৃণমূলের পক্ষে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।
এদিকে অভিযুক্তদের দড়ি দিয়ে গাছে বেঁধে রাখে এলাকাবাসী। গাছে বেধে রেখে চলে মারধর। স্থানীয়দের দাবি, এই সব দুষ্কৃতীরা কেউই এলাকার নয়। বহিরাগত। দুজনকে ধরে ফেলতে পারলেও বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা পুলিসের হাতে তুলে দেয় আটক দুষ্কৃতীদের।
আরও পড়ুন, ভাড়া বৃদ্ধি না হলে বাস মালিকদের অন্নসংস্থানের দায়িত্ব সরকারের: বাস মালিক সংগঠন