নিজস্ব প্রতিবেদন: বনগাঁ পুরসভায় তৃণমূলের সঙ্কট আরও ঘনাল। বিক্ষুব্ধদের দলে যোগ দিলেন আরও ৩ জন কাউন্সিলর। এর মধ্যে রয়েছেন পুরসভার উপ-পৌরপ্রধান কৃষ্ণা রায়ও। এর ফলে ২২ আসনের বনগাঁ পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বর্তমান পুরবোর্ড। গতকালই বনগাঁর পুরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলেরই ১১ জন কাউন্সিলর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গতকাল বনগাঁ পুরসভায় তৃণমূলে ভাঙনের সূত্রপাত। দলীয় পুরপ্রধানের বিরুদ্ধ শিবিরে যোগদানের কথা ঘোষণা করেন ১১ জন কাউন্সিলর। শনিবার সকালে তাতে যোগ দেন আরও ৩ জন কাউন্সিলর। এর ফলে ২২ আসনের বনগাঁ পুরসভায় বিক্ষুব্ধদের সংখ্যা হয় ১৪। সংখ্যাগরিষ্ঠতা হারায় পুরবোর্ড।


২২ আসনের বনগাঁ পুরসভায় ২০টি আসন ছিল তৃণমূলের দখলে। ১টি আসন রয়েছে সিপিএমের দখলে। ১টি রয়েছে নির্দল।  


ব্যারিকেড ভেঙে বিজয়মিছিল নিয়ে এগোলেন দিলীপ, পুলিস-বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ গঙ্গারামপুরে


ওদিকে কৃষ্ণা রায়ের বিরোধী শিবিরে যোগদানের খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে পৌঁছন পুরপ্রধান শংকর আঢ্য। দু'জনের দীর্ঘ বৈঠকের পরও সমস্যার সমাধান হয়নি বলে জানা গিয়েছে। বিক্ষুব্ধদের সঙ্গে থাকার ব্যাপারে তিনি অনড় বলে পুরপ্রধানকে জানিয়ে দেন কৃষ্ণাদেবী। 


বৈঠক শেষে কৃষ্ণা রায়ের বাড়ি থেকে বেরনোর সময় শংকরবাবু সাংবাদিকদের বলেন, 'দল যা বলবে তাই করব।' ওদিকে বিক্ষুব্ধদের দলে যোগদানের কার্যত নিমন্ত্রণ জানিয়ে রেখেছেন বিজেপির জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল।