নিজস্ব প্রতিবেদন: গরমে রক্তসঙ্কটের কথা মাথায় রেখে রবিবার আসানসোলে এক রক্তদান শিবিরের আয়োজন করে এসেল গ্রুপের সংস্থা সিটি নেটওয়ার্কস। শিবিরে প্রায় ২০০ জন রক্তদান করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয় রবিবারের রক্তদান শিবির। অনুষ্ঠানে হাজির ছিলেন সিটি নেটওয়ার্কসের আধিকারিক জয়দীপ মুখোপাধ্যায়। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ।  



আসানসোল পুলিস লাইনের পাশে একটি হোটেলে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। প্রচণ্ড গরম উপেক্ষা করে রক্ত দেন কেবল অপারেটর ও শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। সামিল হন স্থানীয়রাও। শিবিরের সাফল্যের জন্য সমস্ত রক্তদাতাকে কৃতজ্ঞতা জানিয়েছে সিটি কেবল কর্তৃপক্ষ।