নিজস্ব প্রতিবেদন:  পোলবায় বয়লার ফেটে জখম ১০ জন। ঝলসে গিয়েছে তাঁদের শরীর। ঘটনাকে ঘিরে উত্তেজনা পোলবার কেদারনগরে। আহতদের চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, পোলবার কেদারনগরের ওই বয়লারটি কয়েকদিন আগেই খারাপ হয়ে গিয়েছিল। ফের বুধবার তা চালানো হয়। সেই সময় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই বিকট শব্দে ফেটে যায় বয়লারটি। কর্মরত শ্রমিকদের শরীর ঝলসে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কারখানার শেড ভেঙে গিয়ে তা তিরিশ ফুট দূরের চাষের জমিতে পড়ে।


কোলাঘাটে ছাত্রীর গণধর্ষণকাণ্ডে ধৃত প্রেমিক-সহ ৫ কিশোর


খবর পেয়ে ঘটনাস্থলে যান পোলবা থানার ওসি অনিল রাজ। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।