নিজস্ব প্রতিবেদন:  উত্তর ২৪ পরগনার বারাকপুরে আজ গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার পরে সাংবাদিকদের জগদীপ ধনখড় জানান রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়েছে। এ রাজ্যে সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। এরপরই,  রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি জগদীপ ধনখড়কে 'নৈ-রাজ্যপাল' বলে কাটক্ষ করেছেন। ঘটনাস্থলে, ব্রাত্য বসুর থেকে ১০ ফুট দূরে দাঁড়িয়ে মুখ্যসচীব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কথা বলছিলেন রাজ্যপাল।


করোনা পরিস্থিতিতে দর্শকদের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল গান্ধীঘাটে। রাজ্যপাল এদিন সাংবাদিকদের বলেন, "মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন, সকলে মিলে তাঁকে মর্যাদা দিতে হবে। দেশে কোনও নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গল জনক নয়।" তিনি আরও বলেন, "এ রাজ্যে সরকার সংবিধানকে অবহেলা করছে। রাজ্যপালকেও অপমান করা হচ্ছে। আর রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা।"