নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক কাল আগে। কিন্তু তাঁর জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি। শনিবার বর্ধমানে এলেন ব্রায়ান চার্লস লারা।  উপলক্ষ, ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ধমানের ছোটনীলপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন লারা। ওই টুর্নামেন্টে অংশ নিয়েছে ১৬টি দল। ঘণ্টাখানেক ছিলেন লারা। তাঁকে দেখতে নিমেষে জমে যায় ভিড়। হুডখোলা গাড়িতে মাঠ প্রদক্ষিণও করেন।  ক্রিকেটভক্তদের সঙ্গে হাতও মেলান।


 


পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লারা বলেন, বিরাট কোহলি ছাড়াও তাঁর পছন্দের ক্রিকেটার স্টিভ স্মিথ, কেএল রাহুল। তবে অবশ্যই বিরাটের পারফরম্যান্সের যেভাবে উন্নতি ঘটছে, তাতে সেরা ক্রিকেটারের তালিকায় তাঁর নামই থাকবে। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটের সঙ্গে কোনও সমঝোতা করা উচিত নয় বলেও মনে করেন ক্যারিবিয়ান ক্রিকেটার। বলে রাখি, টেস্ট ক্রিকেটকে ৫ দিন থেকে ৪ দিনে কমিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা করছে আইসিসি।    


আরও পডুন- ভারত পাকিস্তানে খেলতে না আসলে টি-২০ বিশ্বকাপে দল পাঠাব না, আবদার পিসিবি-র