সন্দীপ ঘোষ চৌধুরী: সেজেগুজে বিয়ে করতে হাজির। কিন্তু বিয়ের আসরে এলেনই না প্রেমিকা। কয়েক ঘণ্টা অপেক্ষার পর থানায় গেলেন হতাশ বর। যুবকের দাবি বর্ধমানের ওই তরুণীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানের সুবিধের জন্য বিয়ের আয়োজন করা হয়েছিল মেয়ের মাসির বাড়িতে কাটোয়ায়। সেইমতো ১৫ জন বরযাত্রী নিয়ে কাটোয়ায় আসেন তিনি। নদীর ঘাটে অপেক্ষা করলেও প্রেমিকার দেখা মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জামাই সিভিক হওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি! শেষপর্যন্ত ঘটে গেল মারাত্মক ঘটনা


মেয়ের মাসির বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল নদিয়ার যুবক নয়ন ঘোষের। মাসির বাড়ির ঠিকানা ছিল বর্ধমানের কাটোয়ার গোয়ালপাড়া বাঁধের ধার। কিন্তু বিয়ে করতে এসে প্রেমিকার মাসির বাড়িই খুঁজে পেলেনই না নয়ন। বাড়ি খুঁজে না পেয়ে মেয়েকে ফোন করেন ওই যুবক। তখন বলা হয় কাটোয়ার বল্লভপাড়া ঘাটে নৌকা পাঠানো হয়েছে। সেখান থেকেই নিয়ে আসা হবে তাদের। কিন্তু ঘাটে নৌকা বা লোক কিছুই আসেনি।


বরের এক আত্মীয়া বলেন, ওদের কথামতো বল্লভপাড়া ঘাটে এলাম। ওরা বলেছিল তাদের লোকজন দাঁড়িয়ে রয়েছে।  এসে দেখি কেউ নেই। দাঁড়িয়েই থাকি। তারপর ফের মেয়েকে ফোন করা হল। কখন বলল, কাটোয়ার বাঁধাঘাটের কাছে এসো। ওখানে গিয়ে আমরা ফোন করলাম। ওরা বলল, দাঁড়ান ৫ মিনিট পরে লোক যাচ্ছে। পাঁচ মিনিট তো চলে গেল। এক ঘণ্টারও বেশি দাঁড়িয়েই রইলাম, কেউ এল না। শেষপর্যন্ত তরুণ ফোন বন্ধ করে দেন। নয়ন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।


জয়পুরের জুয়েলারির কাজ করেন ওই যুবক। মেয়ের এক বান্ধবীর সঙ্গে নয়নের বন্ধু সোমনাথ ঘোষের বিয়ে হয়। সেই থেকেই যোগাযোগ, প্রণয়ের সম্পর্ক। মেয়ের সঙ্গে তার তিনবার দেখাও হয়েছে। তার পরই বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে। মেয়ের তাঁকে জানান, ১৬ ডিসেম্বর দাদুর মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে। পরদিন অর্থাত্ ১৭ ডিসেম্বর তাঁরা বিয়ে করবেন। তার পরেই এই কাণ্ড। গোটা বিষয়টি কাটোয়া থানায় অভিযোগ জানিয়েছেন ওই যুবক।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)